দাকোপ প্রতিনিধি::“বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস উদ্যাপন উপলক্ষে দাকোপে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় এ লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক বৃন্দ।
Leave a Reply