পাইকগাছা(খুলনা)প্রতিনিধি::খুলনার পাইকগাছায় জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন র্্যালী ও আলোচনা সভার আয়োজন করে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র্্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ” বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধান বর্ণনা ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়ার্দার, কাজল কান্তি বিশ্বাস, আব্দুল মান্নান গাজী, জি এম আব্দুস ছালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, অধ্যক্ষ শফিয়ার রহমান, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ।
Leave a Reply