1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::”পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (০৪ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের নতুন পুলিশ লাইনের সামনে থেকে বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি পুনরায় পুলিশ লাইনে এসে শেষ হয়।
সেখানে জেলা পুলিশিং কমিটির সভাপতি সরদার সেলিম আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামা, মোঃ রাসেলুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, কল্যাণ রাষ্ট্র নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ এখন আর আগের মত নাই, পুলিশ এখন মানুষের বন্ধু হিসেবে জনগণের পাশে থাকে। পুলিশের কার্যক্রমকে এগিয়ে নিতে কমিউনিটি পুলিশেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।এজন্য সকলকে একজন কমিউনিটি পুলিশের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে হবে।যখন যেখানে যেকোনো অপরাধ সম্পর্কে জানতে পারবেন তখন দ্রুত জানাতে হবে পুলিশকে।সকলকে মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলমকে ক্রেস্ট, সনদ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
রেলি ও সমাবেশে বিভিন্ন শ্রেণীর পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews