নিজস্ব প্রতিবেদক::বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপিতে এত বীর পুরুষ! ২৮ তারিখের পর নাকি হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না! তাদেরই তো এখন খুঁজে পাওয়া যায় না। এখন রিজভী গেছে গুহাতে! গুহা থেকে প্রেস কনফারেন্স করে!
শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা কোথায়? শেখ হাসিনার সরকার নাকি ২৮ অক্টোবরের পর থাকবে না! কোথায় গেলেন গয়েশ্বর?
শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন জানিয়ে তিনি বলেন, জানুয়ারিতে ফাইনাল খেলা হবে! এখন (বিএনপির) লাফালাফি কোথায়?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি মানেই ভুয়া। বাইডেনের উপদেষ্টাও ভুয়া! আগামী নির্বাচনে এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
Leave a Reply