দাকোপ প্রতিনিধি::বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট খুলনা জেলা আহবায়ক কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন দাকোপের শিক্ষক শ্রী দেবব্রত সরদার । বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রদীপ কান্তি দে এবং সাধারণ সম্পাদক রাজেশ নাহা স্বাক্ষরিত ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির গত ৩ নভেম্বর অনুমোদন করেন। কমিটির অন্যান্যেরা হলেন যুগ্ম আহবায়ক সুষমা সরকার, শ্রী দেবপ্রসাদ বর্মন, শ্রী মনোজ কুমার মন্ডল, শ্রী অশোক কুমার মন্ডল, সদস্য সচিব শ্রী মুকুন্দ কুমার মন্ডল, যুগ্ম- সদস্য সচিব শ্রী সুব্রত সরদার, শ্রী সঞ্জয় সরদার, শ্রী দূগাপদ মন্ডল, শ্রী প্রনব কুমার মৃধা, কার্যকারী সদস্য শ্রী বিজন কুমার সরকার, শ্রী সমীরণ মাঝি, তৃপ্তি মন্ডল, প্রিয়াঙ্কা মিস্ত্রী, দীপিকা মিস্ত্রী, শ্রী অনুপ মন্ডল, শ্রী ইন্দ্রজিত মন্ডল, শ্রী অচিন্ত্য কুমার মন্ডল, শ্রী শচীন্দ্র নাথ রায়, বলাই সরকার, চিত্ত রঞ্জন দেশী, শ্রী অনুপ মন্ডল, শ্রী নিখিলেশ বর্মন, শ্রী সঞ্জয় মন্ডল।
Leave a Reply