বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি::বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ শনিবার ৪ নবেম্বর সকাল ১০ টায় শিক্ষক সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়।
সকাল ১০ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৩ টা পযর্ন্ত ভোট গ্রহন চলে। এ নির্বাচনে মোট ভোটার ৩ শত ৭২ জনের মধ্যে ভোটার উপস্থিত হয় ২ শত ৫২ জন। অন্য সকল পদে একজন কোরে প্রার্থী থাকায় তাদের সকলকে বিজয়ী ঘোষনা করে নির্বাচন কমিশন। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ২ টি পদে একাধিক প্রর্থী থাকায় নির্বাচন উক্ত পদ ২টিতে সরাসরি ভোটের মাধ্যমে সমাধান করা হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ৪ জন প্রার্থী,সাধারণ সম্পাদক পদে ও ৪ জন প্রার্থী, এর মধ্যে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বারবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক পদে সুখদাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ সর্বাধিক ভোট পেয়ে নির্বাচন হন।
Leave a Reply