পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। ভার্চুয়ালী বিশেষ অতিথি ছিলেন এসপিএস উপ-সচিব খন্দকার মনোয়ার মোর্শেদ ও জিআরএস উপ-সচিব এ এইচ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাজমুল হুসেইন খান। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার অসিম কুমার দাশ, ওসি অপারেশন রঞ্জন গাইন, আবাসিক মেডিকেল অফিসার সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা সাব-রেজিস্টার অজয় কুমার সাহা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, হিসাব রক্ষণ অফিসার আবুল বাশার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় অফিসার হুমায়ূন কবির, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মশালা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক জিএম জাকারিয়া ও জনস্বাস্থ্যের সিটিসি অরুণ কুমার ঢালী।
Leave a Reply