দাকোপ প্রতিনিধি::দাকোপ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক পিজি সদস্যদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পানখালী ইউয়িনের ৪ টি দুগ্ধ উৎপাদনকারী দল, ১ টি দেশী পাতি হাঁস ও রাজ হাঁস উৎপাদনকারী দল এবং ১ টি দেশী মুরগী উৎপাদনকারী দলের ১০ম ব্যাচের প্রশিক্ষণ মঙ্গলবার সকালে উপজেলা লক্ষীখোলায় প্রধান অতিথির হিসেবে উদ্বোধন করেন খুলনা জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বঙ্কিম কুমার হালদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শামীম আরা হক, এলএফএ তাজামুল ইসলাম, আশরাফুল হোসেন। এ সময় প্রশিক্ষণ গ্রহন করেন পানখালী ইউনিয়নের লক্ষীখোলা ডেইরী উৎপাদনকারী দলের খামারীবৃন্দ।
Leave a Reply