1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ পূর্বাহ্ন

বিশৃঙ্খলা করে ক্ষমতায় আসা যাবে না

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৫০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি এম আর জামিল হোসাইন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াত-বিএনপি বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বিশৃঙ্খলা করে ক্ষমতায় আসা যাবে না। আওয়ামী লীগ আন্দোলনকে ভয় পায় না। আওয়ামী লীগকে আন্দোলন সেখাতে আসবেন না। একমাত্র নির্বাচনে অংশগ্রহন করেই ক্ষমতায় আসতে পারবেন। তা নাহলে, জনগণ আপনাদের ছুড়ে ফেলে দেবে। মঙ্গলবার (০৭ নভেম্বর) বাগেরহাট সদর উপজেলার খানাজাহান আলী (রহ) এর মোড়ে সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে, খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সকালে শরণখোলা থেকে শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে মোটরশোভা যাত্রা করেন এম আর জামিল হোসাইন। মোরেলগঞ্জ, সাইনবোর্ড হয়ে মোটর শোভাযাত্রাটি মাজার মোড়ে এসে শেষ হয়। সেখানে পথা সভা করে, খানাজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শোভাযাত্রা ও পথসভায় মোটরসাইকেল ও মাইক্রোবাসযোগে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews