নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট::বাগেরহাটে মেসার্স জারা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ব্যবসায়ী আব্দুল জলিল হাওলাদারকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে অনুমোদনহীন প্রসাধনীতে বিএসটিআইয়ের স্টিকার ব্যবহার ও বিভিন্ন দামী ব্রান্ডের কসমেটিকসের মোড়ক সংরক্ষনের অপরাধে এই জরিমানা করা হয়। সেই সাথে বেশকিছু সিল ও মোড়ক পুড়িয়ে ফেলা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুলাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
তিনি বলেন, বিএসটিআই ও বিভিন্ন ব্রান্ডের সিল তৈরি করে নকল প্রসাধনীর প্যাকেটে লাগিয়ে বাজারজাত করতেন জারা এন্টারপ্রাইজের স্বত্ত¡াধাকারী। এই অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রসাধনী নকল কিনা তা পরীক্ষার জন্য কিছু প্রসাধির স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। যা ঢাকায় ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে। ল্যাব টেস্টের রিপোর্টে নকলের প্রমান পেলে এই প্রতিষ্ঠানের ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি।
জারা এন্টারপ্রাইজের বাজারজাত করা পন্যের মধ্যে রয়েছে, ফগ বডি স্প্রে, সাইবা বিউটি ক্রিম, রেইন এক্সরে, স্পানিশ অলিভ অয়েল, আমলকি হেয়ার অয়েল, অনিয়ন হেয়ার অয়েলসহ বিভিন্ন প্রসাধনী রয়েছে।
Leave a Reply