দাকোপ প্রতিনিধি::দাকোপে প্রকল্পের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ও নবলোক পরিষদের বাস্তবায়নে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমান্ত পোদ্দার, সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ. পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বে-সরকারী উন্নয়ন সংস্থা নবলোকের উপজেলা সমন্বয়ারী রিয়াদুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার ইকবাল হোসাইন, সিএনআরএসের (ইভিওএলভিই) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এম. আরাফাত হোসেন প্রমুখ।
Leave a Reply