1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

পাইকগাছার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে প্রশাসন ও পুলিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে ঘন ঘন অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তৎপর ও সতর্ক রয়েছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। ইতোমধ্যে থানা পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থান সমূহে পুলিশ মোতায়ন ও পুলিশি টহল বৃদ্ধি করা সহ বিভিন্ন ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যাতে কোন ধরণের ভীতি তৈরী না হয় এবং মানুষ অবাধে স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারে এ জন্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে যৌথভাবে জনসচেতনা সৃষ্টির লক্ষে গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও ক্যাম্পেইন করা হচ্ছে। এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও থানার ওসি রফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে জিরোপয়েন্ট সহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় ওসি রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষনিক কাজ করছে। যে কোন পরিস্থিতিতে পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে বলে ওসি জানান। ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করছে বলে স্থানীয় প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews