1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেনাপোল সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পন্য উদ্ধার, মাদকসহ আটক – ১ খুলনায় মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হাতিয়ায় জনগনের সহায়তায় অস্ত্রসহ ডাকাত আটক সুন্দরবনে পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানী ডুমুরিয়ার রঘুনাথপুরে তালা ভেঙে দোকান দখল স্বপন হালদারের বেনাপোল সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পন্য উদ্ধার, মাদকসহ আটক – ১ ভারত-পাকিস্তান ফের সংঘাতের আশঙ্কা-দ্য ইকোনমিস্টের প্রতিবেদন সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট-প্রধান উপদেষ্টা মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

‘এক সপ্তাহের মধ্যে তপশিল ঘোষণা হতে পারে’

  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল।

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। দুই দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে যেসব আলাপ-আলোচনা হবে, তা নির্বাচনে দায়িত্ব পালনকারী শীর্ষ কর্মকর্তাদের মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা-সংক্রান্ত দ্বিতীয় দফার এই প্রশিক্ষণে অনুষ্ঠানে ইসির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে পুরো দেশ মাতোয়ারা হয়ে আছে। নির্বাচন সুশৃঙ্খল আমি করাতে পারব না, মাঠ পর্যায়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা করতে পারবেন। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা যেন ব্যাহত না হয়।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে কথা হচ্ছে। বিভিন্ন দেশের পর্যবেক্ষকরাও আসবেন। বিভিন্ন দেশ এবং সংস্থা দেশের নির্বাচন দেখতে আগ্রহী।

এর আগে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান।

সাক্ষাৎ শেষে তিনি নির্দিষ্ট সময়ে নির্বাচন করার বাধ্যবাধকতার কথা জানিয়ে দ্রুত দ্বাদশ নির্বাচনের তপশিল ঘোষণা করার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews