অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::খুলনার ডুমুরিয়ায় সাহস-নোয়াকাটি ফুটবল কমিটির আয়োজনে প্রয়াত ডাঃ কানাইলাল মিত্র স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াকাটি ফুটবল মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন গাজী আব্দুল হাদি স্মৃতি একাডেমী ফুটবল একাদশ বনাম খুলনা আনিশা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৯০ মিনিট খেলায় প্রথমার্ধে উভয় দল গোলশুন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আনিশা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে গাজী আব্দুল হাদি স্মৃতি একাডেমিকে পরাজিত করে বিজয়ী হন। খেলা পরিচালনা করেন প্রণব কুমার সরদার। ধারাবর্ণনায় ছিলেন নাজমুল বারী ও রবিউল ইসলাম লাবু। খেলা শেষে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, আওয়ামীলীগ নেতা শাহানওয়াজ হোসেন জোয়ার্দার, গৌর চন্দ্র মিত্র, শোভারানী হালদার,ক্রীড়া সংগঠক জামিল আকতার লেলিন, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, শিক্ষক নির্মল দেবনাথ,অরুন কুমার বিশ্বাস, দেবাশীষ চন্দ্র চন্দ প্রমূখ।
Leave a Reply