পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছার ১৪০ নং সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আছাবুর রহমান শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। শিক্ষক রামপ্রসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্যাক্টটর ইমান উদ্দিন, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, সাবেক সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রাক্তন শিক্ষক মুনসুর আলী গাজী, বিদায়ী প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, ডিএম শফি, কোহিনূর ইসলাম, শিক্ষক মাখন লাল সরকার, ছায়রা খাতুন, আব্দুস সালাম ও শারমিন আক্তার রিতু। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রেস্ট, উপহার ও পরীক্ষা উপকরণ প্রদান করা হয়।
Leave a Reply