1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন

বরখাস্ত হলেন বেনাপোল বন্দরের পিমা সিকিউরিটি গার্ডের পরিচালক মিজান

  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি::যশোরের বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা পিমা সিকিউরিটির গার্ডের পরিচালক মিজানুর রহমানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) ম্যানেজার এস এম আবু মুহিদ বিজনেস ডেভেলপমেন্ট স্বাক্ষরিত একটি বরখাস্তের চিঠি বেনাপোল স্থলবন্দরের পরিচালক ট্রাফিক বরাবর পাঠানো হয়।বন্দর কর্তৃপক্ষ চিঠিটা আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে গ্রহণ করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালক মোঃ রেজাউল করিম।

তবে তার অবর্তমানে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান বলে জানিয়েছেন বন্দর পরিচালক রেজাউল করিম।

জানা যায় মিজানুর রহমান পিমা সিকিউরিটির গার্ডের পরিচালক হিসেবে বেনাপোল বন্দরের যোগদান করার পর থেকে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছিলেন। যেমন টাকার বিনিময় জনবল নিয়োগ,পরিমানে বেশি অর্থ কালেকশন হয় এমন ভালো গেটে ডিউটি দিয়ে ঘুষ আদায়,বেতন দেওয়ার সময় বকসিসের নামে ঘুষ আদায় সহ তার বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগ।

তার বরখাস্তর খবর বন্দর এলাকায় ছড়িয়ে পরার পর পিমা সিকিউরিটি গার্ডের সাধারণ সদস্যদের মধ্যে আনন্দ উল্লাস মেতে উঠেছে।রক্ষা পেয়েছেন ঘুষ খোর মিজানের হাত থেকে। তারা বলছেন এবার পুরো বেতনের টাকাটা বাড়ি নিয়ে যেতে পারবো।

এ ব্যাপারে বন্দর পরিচালক রেজাউল করিম জানান, পিমা সিকিউরিটির গার্ডের পরিচালক মিজানুর রহমান এর বরখাস্ত চিঠি পেয়েছি।তার অনিয়ম গুলো খতিয়ে দেখা হবে। বতর্মানে দায়িত্ব পালন করবেন সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews