1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

বাগেরহাটে ১২ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার সকালে বাগেরহাট শহরের খারদার এলাকার ভিআইপি মোড়ে গোয়েন্দা পুলিশের অভিযানকালে গাজাসহ তিনজনকে গ্রেফতারসহ মাদক বহনকারি কাভার্ডভ্যান জব্দ করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার সরদার পাড়া এলাকার কাসেম আলীর ছেলে কবির হোসেন (২৩), বাগেরহাট জেলা সদরের ফুলবাড়ী এলাকার চান মিয়া হাওলাদারের ছেলে মিজান হাওলাদার (২৮) ও শহরেরা পালপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫)।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সৈয়দ বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটে মাদকের একটি বড় চালান আসছে পুলিশ সুপার আবুল হাসনাত খানের কাছে গোপন খবর আসে। এমন খবরের ভিত্তিতে রবিবার সকালে দ্রæত গোয়েন্দা পুলিশ বাগেরহাট শহরের খারদার এলাকার ভিআইপি মোড়ে অভিযানে নামে। এসময়ে খুলনা থেকে বাগেরহাটগামী একটি কাভার্ডভ্যান দ্রæত গতিতে আসতে দেখে সিগন্যাল দেয়। পরে ওই তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যানের কেবিন হইতে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিন মাদক কারবারিকে গ্রেফতার ও জব্দ করা হয় কাভার্ডভ্যানটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews