দাকোপ প্রতিনিধি::দাকোপ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস এর উন্নয়ন অগ্রগতি ও নেটওয়ার্কিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর ) বেলা ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা ভবন সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। কর্মশালায় প্রকল্পের কাজের উপর স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবদুল মালেক। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,সমাজ সেবা অফিসার প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, কামারখোলা ইউনিয়নের চেয়ারম্যান পঞ্চানন মন্ডল বীর মুক্তিযোদ্ধা মোহিত লাল রায় ও আবদুল ওয়াহেদ গাজী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দাকোপ অপারেশন ম্যানেজার আজিজুল হক, এ্যাড়রা বাংলাদেশ উপজেলা ম্যানেজার পল বাড়ৈসহ বিভিন্ন জিও এনজিও প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। কর্মশালাটি পরিচালনা করেন জে জে এস এর উপজেলা সমন্বয়কারী শোয়েব উদ্দিন।
Leave a Reply