1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

ডুমুরিয়ায় ৭৮ জন প্রধান শিক্ষক না থাকায় পড়া-লেখায় বিরুপ প্রভাব

  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

অরুন দেবনাথ, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি::খুলনার ডুমুরিয়া উপজেলার ২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৮ জন প্রধান শিক্ষকের পদ শুন্য থাকায় সেই বিদ্যালয়গুলোর পড়া-লেখা ও প্রশাসনিক কাজে বিরুপ প্রভাব পড়েছে।
উপজেলা শিক্ষা অফিস, বিভিন্ন বিদ্যালয় ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ২’শ ৭০ জন শিক্ষকের মধ্যে ১’শ ১৯টি পদ শুন্য। তারমধ্যে ৬২টি বিদ্যালয়ে আন-অফিসিয়ালি ওই বিদ্যালয়ের সিনিয়র একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন। আর ১৬টি বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসের অনুমোদনে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে আছেন।
যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সেখানে প্রধানত শ্রেণিকক্ষে পাঠদান ব্যহত হচ্ছে। আর প্রধান শিক্ষক না থাকায় ওই বিদ্যালয়ে ১জন শিক্ষক তো এমনিই কমে যাচ্ছেন। তাছাড়া সেই বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে অফিসের সরকারি খাতাপত্রের কাজে ব্যস্ত থাকছেন, তখন তার পাঠদানও বন্ধ হয়ে পড়ে। আর তখন শিক্ষকদের মধ্যে একটা গা-ছাড়া ভাবও তৈরি হতে পারে।
এছাড়াও বিশেষ ভাবে উল্লেখ্য, বিগত করোনা’র ২ বছরে স্কুল শিক্ষার্থীদের ক্লাসে পড়া-লেখা হয়নি। তাদেরকে অটো প্রমোশন দেওয়ায় সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার একটা ঘাটতির কারণে শিক্ষাই এগোচ্ছে না।
এ প্রসঙ্গে শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জিহান শেখ’র মা আরিফা বেগম বলেন, স্কুলে প্রধান শিক্ষক না থাকায় অন্য স্যারেরা সুষ্ঠভাবে ৫টা ক্লাস নিতে পারেন না। বাচ্চারা সময় মতো ভালোভাবে ক্লাসগুলো কমপ্লিট করতে না পারায় ভালো সাবজেক্টগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণাই পায় না। খর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিএম ফারুক আহমেদ বলেন, গত মার্চ মাস থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছি। হেড মাষ্টার না থাকায় ছেলে-মেয়ের ক্লাসে লেখা-পড়ার হ্যাম্পার(বিঘœ) হচ্ছে। তাছাড়া খাতাপত্রের কাজ-কর্মও ঠিকমতো হয় না। বিশেষত অন্য সহকারি শিক্ষকরা আর একজন সহকারি শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে সে-ভাবে মান্য না করায় স্কুলটা এলোমেলো ভাবেই চলছে। বয়ারসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ চন্দ্র সরকার বলেন, শিক্ষকদের কেউ ট্রেনিং-এ যান, আবার হেডের দায়িত্বে থাকা শিক্ষক অফিসের কাজে যায়। এ সব কারণে প্রায়ই ক্লাস কম হওয়ায় বাধ্য হয়ে আমি নিজেই স্কুলে ক্লাস নিয়ে থাকি।
ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান তথা উপজেলা শিক্ষা কমিটি’র সভাপতি গাজী এজাজ আহমেদ বলেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ে শিক্ষার সংকট নিয়ে আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো।
খুলনা জেলা শিক্ষা অফিসার অহিদুল আলম বলেন, প্রধান শিক্ষকদের পদোন্নতির জন্য ইতোমধ্যে চিঠি তৈরি করে স্বাক্ষরও করেছি। কিন্তু জানতে পারলাম, কতিপয় শিক্ষক আদালতে মামলা করেছে। তাই তাদের সঙ্গে প্রয়োজনীয় কথা বলে সমাধানের চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews