দাকোপ প্রতিনিধি:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনায় দাকোপে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনা করে ২০২৪ সালের ৭ জানুয়ারী ভোট গ্রহণের দিনক্ষণ চুড়ান্ত করায় দাকোপে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেনের নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে চালনা পৌরসভা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, চালনা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগনেতা অধ্যাপক দুলাল রায়, শেখ রফিকুল ইসলাম, কে এম কবীর হোসেন, চালনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগনেতা আজগর হোসেন ছাব্বির, পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, উপজেলা ওলামা লীগের সভাপতি মোল্যা নজরুল ইসলাম, দেবাশিষ ঢালী, মোহন লাল সাহা, আব্দুল হান্নান সানা, শেখ ইকবাল হোসেন, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, মাসুদ শেখ, যুবলীগনেতা নিতাই বাছাড়, রতন কুমার মন্ডল, গোবিন্দ রায়, পারভেজ শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, রাসেল কাজী, মাসুম হাওলাদার, রাজু মিস্ত্রী প্রমুখ।
Leave a Reply