1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

তফসিল ঘোষনায় বাগেরহাটে আওয়ামী লীগের আনন্দ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায় আনন্দ মিছিল হয়েছে বাগেরহাটে।বুধবার (১৫ নভেম্বরে) রাতে তফসিল ঘোষনার পরপরই শহরের রেলরোড থেকে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। শহরের স্বাধনার মোড়, বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি রেলরোড চত্বরে এসে শেষ হয়।
মিছিলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড, ফরিদ উদ্দিন, সাদারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুব লীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, ছাত্রলীগের সভাপতি মোঃ
মনির হোসেন, সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশানসহ, জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, ছাত্র লীগ, তাতী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অংগসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
মিছিল থেকে তফসিল ঘোষনা করায় ইসিকে ধন্যবাদ জানানো হয়। ৭ জানুয়ারি-নৌকা মার্কা, ৭ জানুয়ারি-আওয়ামী লীগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-আওয়ামী লীগ, নৌকা মার্কা, নৌকা মার্কায় ভোটদিন বলে স্লোগান দেন মিছিলকারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews