1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন

বেনাপোলে পরিত্যক্ত ১৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি::যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের একটি পুকুর পাশ থেকে ১৬ টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) সকালে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারের পশ্চিম পাশে বালুন্ডা-বারপোতা সড়কে একটি পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল পড়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত ১৬টি ককটেল কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। কে বা কারা ককটেল গুলো রেখেছে তদন্তপূর্বক জানা যাবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকা বাসির মাধ্যমে খবর পেয়ে ককটেল গুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews