বেনাপোল প্রতিনিধি::আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে নৌকার প্রার্থী হতে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসনটির বর্তমান এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন।
রোববার (১৯ নভেম্বর) তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শার্শা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন মনোনয়ন ফরম পূরণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে জমা দেয়ার আগে ঢাকার আকিজ চেম্বারে দোয়া অনুষ্ঠিত হয়। আলহাজ শেখ আফিল উদ্দিনের উপস্থিতিতে শার্শা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা দোয়ায় অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মেদ তোতা, বজলুর রহমান, মফিজুর রহমান, আসাদুজ্জামান মুকুল, সেলিম রেজা বিপুল, আমেনা খাতুন, আব্দুল গফ্ফার সরদার, তবিবুর রহমান, আলতাফ হোসেন, আব্দুল খালেক ও রফিকুল ইসলাম, বেনাপোল পৌরসভা কাউন্সিলর সুলতান আহম্মেদ বাবু, শরিফুল ইসলাম শরিফ, মিজানুর রহমান মিজান, শাহীন হোসেন, আজিম উদ্দিন গাজী, আসাদুজ্জামান আসাদ, মজনুর রহমান নুপুর, হাসানুজ্জামান তাজিন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা, শার্শা উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সহিদসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচরে জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে গত শনিবার। এ কার্যক্রম চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
Leave a Reply