দাকোপ প্রতিনিধি:;দাকোপে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বগত বক্তৃতা করেন ডাক্তার ফাতেমাতুজ জোহরা। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদীপ বালা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমান্ত কুমার পোদ্দার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জাহিদুর রহমান, বিশ^নাথ মোড়ল,পরিবার কল্যান সহকারী অনিমা রায় প্রমুখ। সভাটি পরিচালনা করেন পরিবার পরিকল্পপনা সহকারী আব্দুর রহিম।
Leave a Reply