বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি::বটিয়াঘাটা উপজেলার পশ্চিম হালিয়া ক্লাস্টার সংলগ্ন মাঠে এশিয়ান মেগা ডেল্টা প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকায় আগাম রবি চাষের লক্ষ্যে আমন মৌসুমে উচ্চ ফলনশীল ধান চাষ ও ফসল কর্তনের উপর কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও পানি ব্যবস্থাপক অমল কৃষ্ণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ- পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী বি, এ,ডি,সি খুলনার মোঃ জামাল ফারুক, ৫ নং ভান্ডার কোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ (ওবায়দুল), উপ সহকারি কৃষি কর্মকর্তা তরুণ কান্তি মজুমদার, পুস্টি বিষয়ক কর্মকর্তা রোকসানা পারভীন, কৃষি যন্ত্রপাতি বিষয়ক কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষিবিদ স্বপন কুমার ভদ্র, মাঠ গবেষক সুমন কান্তি দে, তথ্য সংগ্রহকর উৎস কবিরাজ, অশোক বৈরাগী, কৃষকদের মধ্যে বক্তৃতা করেন ৩০ নং পোল্ডার সুকল্যাণ রায়, ৩৪ নং পোল্কাডারের কালাম শেখ, ২২ নং পোল্ডারের অনুকূল মজুমদার, প্রধান শিক্ষক অনুপম রায়,২৯ নং পোল্ডারের সরোয়ার সরদার, অনুজ মন্ডল, এছাড়া মাঠ দিবসে সাংবাদিক, শিক্ষক, এম জির সদস্য, কৃষক-কৃষাণী, বিভিন্ন সার্ভিস প্রভাইডার সহ নানা শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
Leave a Reply