পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম আবারো খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক পর্যালোচনা সভায় অক্টোবর ২০২৩ মাসের জন্য ওসি রফিকুল ইসলাম ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এ সময় তিনি জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (সেবা) এর নিকট থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদক উদ্ধার, রহস্য জনক মামলার ক্লু উদ্ধার ও এলাকার আইন শৃৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বীকৃতি স্মরূপ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ সম্মাননা পান। এ দিকে ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ওসি রফিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছার সর্বস্তরের মানুষ।
Leave a Reply