বেনাপোল প্রতিনিধি::বাবার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে কাগজপুকুর নামক এলাকায় রাজবাবু (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজবাবু বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মনির হোসেনের ছেলে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোলের কাগজপুকুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পোর্ট থানার এসআই শংকর জানান।
রাজবাবুর পিতা মনির হোসেন জানান, আমি বাইপাস সড়কে কাজ করছিলাম। একটি দরকারের জন্য ছেলে রাজবাবুকে ফোনে ডেকে নিই। দরকার মিটিয়ে বাড়ি ফেরার পথে কাগজপুকুর এলাকায় রাস্তা পার হওয়ার জন্য পাশে দাঁড়িয়েছিল। এ সময় স্টার ডিলাক্স নামে একটি পরিবহন পেছন দিক থেকে এসে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
ঘটনাটি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ টি থানায় নিয়ে যায়। ময়না তদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া।
Leave a Reply