নিজস্ব প্রতিনিধি::খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে অনুদানের নগদ অর্থ প্রদান করেন। খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার রায়। অন্যান্যের মধ্যে ইউনিয়নের কার্যকরী সভাপতি আলহাজ্ব মোঃ বাবলু খলিফা, সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ বজলু হাওলাদার, কোষাধ্যক্ষ কাজী হুমায়ুন কবীরসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সিটি মেয়র ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত ১২ জন সদস্যের প্রত্যেকের পরিবারের হাতে অনুদানের নগদ ১ লক্ষ টাকা করে তুলে দেন।
Leave a Reply