পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট পঙ্কজ কুমার ধর পুনরায় সভাপতি ও শেখ তৈয়ব হোসেন নূর পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭১ জন ভোটার সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী অন্যান্য নির্বাচিত হলেন সহ সভাপতি প্রশান্ত কুমার ঘোষ ও মোঃ কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক শংকর কুমার ঢালী, লাইব্রেরী সম্পাদক বিজয় কৃষ্ণ মন্ডল (বিনা প্রতিদন্দিতায়) সাহিত্যে ও সাংস্কৃতিক সম্পাদক.. মোঃ একরামুল হক(বিনা প্রতিদন্দিতায়) সদস্য পদে মোঃ নজির আহমেদ, মোঃ মোহতাসিম বিল্লাহ ও ইব্রাহীম হোসেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, সহকারী ছিলেন উত্তম কুমার ও বারিকুল ইসলাম।
Leave a Reply