1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র গুলিসহ জলদস্যু বাহিনীর দুই সহযোগী আটক, দুই জেলে উদ্ধার দাকোপে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়-জিএম কাদের খুলনা জেলা ওয়াকিং গ্রুপ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সভা শরীয়তপুরে কোস্টগার্ডের অভিযানে ২৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ ডুমুরিয়ায় ‌হনুমানের অত্যাচারে ক্ষতিগ্রস্থ এলাকার আম ও সবজি চাষিরা ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি নারী ও পুরুষ সুন্দরবনে অস্ত্র গুলিসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

পাইকগাছায় শিবসার উপকূলে হাজারো পূণ্যার্থীদের আগমনে রাস পূর্ণিমার পূণ্য স্নান

  • প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি::পাইকগাছা উপজেলার শিবসার অববাহিকায় শিববাটিস্থ রাস মন্দিরে হাজারো পূণ্যার্থীদের আগমনে ” শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমার পূণ্য স্নান ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শিববাটি রাস মন্দির অঙ্গণে পৌরসভাস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার সার্বজনীন পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমা উপলক্ষ্যে রাস মেলা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আরিফুজ্জামান। উদ্বোধক ছিলেন, পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সভাপতি সমীরণ সাধু।
বিশেষ অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড.অজিত কুমার মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ‌।
রাসমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ সানা ও জেলা পূজা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদার এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, হরিতলা মন্দিরের সম্পাদক সাংবাদিক প্রমথ সানা, পাইকগাছা প্রেসক্লাবের সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, রামকৃষ্ণ মিশনের সম্পাদক মৃনাল কান্তি সানা, অখিল মন্ডল, সুভাষ মন্ডল, সুজন কুমার সানা, জগদীশ রায়, প্রধান শিক্ষক অনিতা মন্ডল, মুকন্দবিহারী মন্ডল, নৃপেন্দ্রনাথ মন্ডল, অজিত মন্ডল, কমল মন্ডল, মৃনাল সানা, দিপক সরদার, বিভূতি সানা, উজ্জ্বল বিশ্বাস,
প্রশান্ত মন্ডল, তরুণ মন্ডল, শ্যামসুন্দর মন্ডল, বিরাজ সানা, রঞ্জন মন্ডল, উদয় মন্ডল, দিপক সরদার, দিলীপ মন্ডল, বিক্রম সানা, বিপ্লব রায় প্রমুখ। শ্যামসুন্দর মূখার্জী ও সুব্রত ব্যানার্জী পৌরোহিত্যে সকাল ৭ টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণেরর পূজা, ৮ টায় অঞ্জলি, সাড়ে ৯ টায় শিববাটি মন্দির সম্মুখস্থ শিবসা নদীর উপকূলে পূণ্যস্নান এবং স্নানান্তে প্রসাদ বিতরণেরর মধ্য দিয়ে রাস উৎসবের সমাপ্তি ঘটে। এছাড়া কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা ও লস্কর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস উৎসবের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews