1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দিলো বাংলাদেশ ১ নভেম্বর থেকে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান: পরিবেশ উপদেষ্টা বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আগামী মাসেই চালু হচ্ছে বেনাপোলে কার্গো ভেহিকেল টার্মিনাল রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে-প্রধান উপদেষ্টা অনুপস্থিত পুলিশদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫, অবসরে ৬৫ বছর করার প্রস্তাব যে কারণে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, জানালেন জনপ্রশাসন সচিব কোস্টগার্ডের অভিযানে তিন কোটি ৮৫ লাখ রেণুপোনাসহ আটক ২ সাঁথিয়ায় অজ্ঞাত ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার

চীনে কয়লার খনিতে দুর্ঘটনা: নিহত ১১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় দুপুর ২ টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ১৩০ কিলোমিটার চীনের হেইলংজিয়াং প্রদেশের পূর্বে শুয়াংআশান শহরের একটি খনিতে দুর্ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত খনি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই দুর্ঘটনায় খনিতে আরও কেউ নিখোঁজ কিংবা আহত হয়েছেন কি না তা জানা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্থল চাপের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

কয়লা উৎপাদনের জন্য প্রসিদ্ধ চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শুয়াংশান শহরে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। ফলে উদ্ধার কাজে বাঁধার সম্মুখীন হচ্ছে উদ্ধার কর্মীরা।

গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তায় বেশ উন্নতি ঘটেছে। অতীতে দেশটিতে খনি দুর্ঘটনার খবর গণমাধ্যমে তেমন আসতো না। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটির এই শিল্প খাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক খনিতে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বও দেওয়া হয় না।

চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটির খনি শিল্পের ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশের একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ শ্রমিকের প্রাণহানি ঘটে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে চীনের মঙ্গোলিয়া অঞ্চলের একটি কয়লা খনিতে ধসের ঘটনা ঘটে। এতে খনির কাজে নিয়োজিত অনেক শ্রমিক ও যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। এই দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন, সেই বিষয়ে কয়েক মাস ধরে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পরবর্তীতে গত জুনে এই খনি দুর্ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews