দাকোপ প্রতিনিধি::নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দাকোপ উপজেলা সদর চালনা ডাকবাংলো মোড়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশীদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের সমন্বয়কারী স্টিফেন হেমব্রম, এসডিডিডাবøু অধ্যাপক লিপিকা বৈরাগীসহ বিভিন্ন জিও এনজিও প্রতিনিধি এবং নারীসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply