1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

নগরীর স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছি-সিটি মেয়র

  • প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরীর স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেসিসি কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে কাজ করছে। আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারগুলিতে নগরবাসী যাতে পরিপূর্ণ সেবা পায় সেজন্য দায়িত্বশীলদের আরো মনোযোগী হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে তিনি স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিয়েছেন। সিটি মেয়র বলেন, সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে আগামী নির্বাচনে আবারও বিজয়ী করতে হবে।
সিটি মেয়র বুধবার সকাল ১০ টায় নগরীর রেলীগেট এলাকায় এ্যাডামস প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দের সাথে নগর স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের (২য় পর্যায়) এর আওতায় স্বেচ্ছাসেবী সংস্থা এ্যাডামস এ সভার আয়োজন করে।
সংস্থার নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু ও প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর শেখ খালিদ আহমেদ, মোঃ সাহিদুর রহমান, এম ডি মাহফুজুর রহমান লিটন, মোঃ নাইমুল ইসলাম (খালেদ), মোঃ শফিকুল আলম, শেখ মফিজুর রহমান পলাশ, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাফিজা, খাদিজা সুলতানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মিউল ইসলাম সহ হেলথ কেয়ার সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews