1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

পাইকগাছায় দলীয় নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা)::নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ পাইকগাছা-কয়রার আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বুধবার দুপুরে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। প্রথমে তিনি উপজেলার সীমান্ত কাশিমনগর পৌছালে দলীয় নেতাকর্মীরা মনোনীত প্রার্থীকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান। পরে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে মটর সাইকেল শোভাযাত্রা করেন। এ সময় পথে পথে, মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের পক্ষ থেকে রশীদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা আওয়ামী লীগনেতা খায়রুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, নির্মল মন্ডল, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, বিজন বিহারী সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ হাওলাদার, অধ্যক্ষ শিমুল বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড় ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews