পাইকগাছা (খুলনা)::খুলনার পাইকগাছার বিভিন্ন স্থানে মটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছেন বিএনএম মনোনীত প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ। তিনি কর্মী সমর্থকদের সাথে নিয়ে বুধবার দিনভর নির্বাচনী এলাকা পাইকগাছার বিভিন্ন স্থানে মটর সাইকেল শোভাযাত্রা করেন। এ সময় পথে পথে, মোড়ে মোড়ে কর্মী সমর্থকরা ব্যারিস্টার নেওয়াজ মোরশেদকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পৌরসভা মাঠে পথসভা করেন।
এ সময় অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম, আব্দুস সালাম, গাজী সোহেল রাশেদ জনি, জাকির হোসেন, রিপন কুমার সহ বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম মনোনীত প্রার্থীর নোঙর প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান।
Leave a Reply