1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

বাগেরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা

  • প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ৪ প্রার্থী সহ ৫জন । বুধবার (২৯ নভেম্বর) বিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহা: খালিদ হোসেন এর কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হেলাল উদ্দিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তার প্রমাণ বাগেরহাটে ৪টি আসনে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রধানমন্ত্রীর গত ১৫ বছরের উন্নয়ন, সুশাসন ও সেবার ওপর আস্থা রেখে এই নির্বাচনে জনগণ নৌকাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন।
মনোনয়ন পত্র জমাদিলেন যারা বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ এর শেখ তন্ময় এমপি, বাগেরহাট-৩ হাবিবুন নাহার এমপি ও বাগেরহাট-৪ এইচ এম বদিউজ্জামান সোহাগসহ বাগেরহাট ৪ আসনে এনপিপির মো: লোকমান ।
এ সময় উপস্থিত ছিলেন- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews