নিজস্ব প্রতিনিধি::সিটি মেয়র রবিবার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নগরীতে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে নগরীর কাস্টম ঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হবে বলে সভায় জানানো হয়। ক্যাম্পেইনের আওতায় নগরীর ৬-১১ মাস বয়সী ১৪ হাজার ৬’শ ১২ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লক্ষ ৭ হাজার ৮’শ ৬৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফল করতে নগরীর ৩১টি ওয়ার্ডের ৪টি জোনে ৭’শ ১০টি কেন্দ্রে ৬২ জন সুপারভাইজারের তত্ত¡াবধানে ১ হাজার ৪’শ ২০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, খুলনা বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. অর্পনা বিশ্বাস, সিভিল সার্জন ডা. মোঃ সজিবুর রহমান, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার ও ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। কেসিসি’র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পার্টনার এনজিও প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply