1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

ঝালকাঠিতে এমপি হারুন-মনিরসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি::ঝালকাঠিতে এমপি বজলুল হক হারুনসহ ৭জনের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

আজ রোববার সকাল ১১টায় ঝালকাঠির দুটি আসনে মনোনয়ন বাছাই শেষে প্রার্থীতা যাচাই-বাছাই বোর্ড প্রধান রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানিয়েছেন।

বাতিলকৃত অন্য প্রার্থীরা হলেন- ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান, মোহাম্মাদ ইসমাইল, ব্যরিস্টার ফখরুল ইসলাম, নুরে আলম, মজিবুর রহমান মৃধা, জাতীয় পার্টি মনোনীত এজাজুল হক। ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিন।

দলীয় মনোনয়ন প্রাপ্তদের ত্রুটিপূর্ণ কাগজপত্র এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী এক শতাংশ ভোটারদের তালিকায় দেয়া তথ্য সঠিকভাবে যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ফারাহ গুল নিঝুম।

উল্লেখ্য, ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে সংসদ সদস্য বজলুল হক হারুনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলেও তা পরিবর্তন করে বিএনপির ভাইস চেয়ারম্যান (বহিস্কৃত) ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে নৌকা প্রতিক বরাদ্দ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews