পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় সাহিত্য ও সাংস্কৃতিকে এগিয়ে নিতে নব উদ্যমে যাত্রা শুরু করেছে প্রতিকার লেখক ও সাহিত্য পরিষদ। ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় রোববার বিকেলে রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান শিমুল। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক, প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল ও খুলনা রিপোটার্স ক্লাবের বিভাগীয় সহ সভাপতি মুজিবর রহমান মল্লিক। অনুষ্ঠানে প্রজিৎ কুমার রায় কে সভাপতি ও পঞ্চানন সরকার কে সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট সংগঠনের ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন নির্বাহী সভাপতি বিকাশেন্দু সরকার, সদস্য মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অনিতা রাণী মন্ডল, হারান চন্দ্র অধিকারী ও পল্লী চিকিৎসক নরেন্দ্র নাথ বিশ্বাস।
Leave a Reply