1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা শহরে ৩টি স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট স্থাপন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব থেকে বিদায় নেবে-ধর্ম উপদেষ্টা ৪৩ লাখ কার্ড বাতিল নয়, স্মার্ট কার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে-টিসিবির মুখপাত্র ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ মাঠে নামার ঘোষণা আ.লীগের, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আসিফের পাইকগাছায় মাইক্রো স্ট্যান্ড সমিতির নির্বাচন সম্পন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ;চূড়ান্ত সূচি প্রকাশ, চ্যাম্পিয়ন বাংলাদেশের ম্যাচ দিয়ে শুভ উদ্বোধন সাফজয়ীদের দেড় কোটি টাকা দেবে বাফুফে

দাকোপে ডাকাত কবিরের স্ত্রীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি::চিহিৃত কবির ওরফে কবির ডাকাতের স্ত্রী ডলি বেগম, শালি পলি বেগম ও শাশুড়ী আনোয়ারা বেগম কর্তৃক দাকোপের পানখালী এলাকা বাসীদের র‌্যাব পুলিশসহ অন্যান্য প্রশাসনের ভয় দেখিয়ে চাঁদাবাজি মিথ্যা মামলায় হয়রানীর করার প্রতিবাদে কবিরের স্ত্রীসহ অন্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যে ৪ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলার ১নং পানখালী ইউনিয়নের পানখালী ফেরীঘাট এলাকায় পানখালী ইউনিয়ন বাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগনেতা গাজী আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে এ সময় অন্যান্যেদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী যুবলীগের নেতা শেখ জাহিদুর রহমান মিল্টন, পানখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হানজালা শেখ, ইউপি সদস্য মোঃ রাসেদুজ্জামান বাবু, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম শেখ, ইজি বাইক চালক শ্রমিক নেতা বাবুল শেখ, লাইলি বেগম, আলী আকবার শেখ, বিকাশ চন্দ্র হালদার, ডাঃ মহিদুল শেখ, গনেশ চন্দ্র সরদার। মানববন্ধনে উপস্থিত নারী পুরুষ তারা কবির ডাকাতের স্ত্রী ডলি বেগম, শালি পলি বেগম ও শাশুড়ী আনোয়ারা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
উল্লেখিত গংরা একের পর এক স্থানীয় এলাকাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক নানা অপারাধের মামলা জড়ানোর ভয়ভীতি প্রদর্শনসহ সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানী করায় এলাকার নিরীহ জনগণ আজ ক্ষতি হয়ে পড়েছে।
এ ব্যাপারে কবির শেখের শাশুড়ী আনোয়ারা বেগম বলেন,আমার মেয়ে জামাতা জেলে থাকায় এখন আমাদেরকে হয়রানী করতে এ মানববন্ধন। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, আমি নিজে ও আমার জামাতা বা আমার মেয়ে কাউকে হয়রানী করার জন্য কোথাও কোন দরখাস্ত দিইনি।
দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত বলেন, কবিরের বিরুদ্ধে দাকোপ থানাসহ পাশ^বর্তী কয়েকটি থানায় অস্ত্র আইনসহ বেশ কয়েকটি বিভিন্ন অপরাধের মামলা অছে। তাকে সম্প্রতি র‌্যাব-৬ অস্ত্রসহ আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews