নিজস্ব প্রতিনিধি::খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ এবং তাদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে শিক্ষা বিস্তাার ও উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রযাত্রার সূচনা করেছেন। তাঁর কর্মপ্রচেষ্টায় বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশ প্রেমিক জনগণকে যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সিটি মেয়র সোমবার বেলা ১১টায় সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ প্রাঙ্গণে তাঁকে দেয়া সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ বদিউজ্জামান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-কে ফুলের তোড়া উপহার ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তাঁর কলেজ জীবনের স্মৃতিচারণ করে বলেন, ছাত্র সংগঠনে নেতৃত্বদানের পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার খুলনাঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ডেন্টাল কলেজ, বিভাগীয় শিশু হাসপাতাল, খুলনা ক্যান্সার হাসপাতাল-এর মধ্যে অন্যতম। এছাড়া মোংলা বন্দর কেন্দ্রিক অব্যাহত উন্নয়নের ফলে এ অঞ্চলের মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ সকল সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। খুলনা মহানগরীর উন্নয়ন কার্যক্রমের বিষয় তুলে ধরে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় খুলনার উন্নয়নে সম্ভব সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুলনাবাসীকে দেয়া প্রতিশ্রæতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তন্ময় কুমার সাহা, উপাধ্যক্ষ সরদার মনিরুল ইসলাম, কলেজের সাবেক ভিপি ফয়েজুল ইসলাম টিটো, ছাত্রনেতা মোঃ হাফিজুর রহমান হাফিজ, মোঃ সজল হোসেন তালুকদার, মোঃ মাহবুব হাসান ইমন, তাহসীন আহমেদ অনু, আয়শা আকতার রাইসা প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক এ.বি.এম অহিদুল ইসলাম। পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কলেজ ক্যাম্পাসে নিজ নামে নির্মিত একাডেমিক ভবনের নামফলক উম্মোচন করেন। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply