দাকোপ প্রতিনিধি::জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর অবহিতকরণ ও পরিকল্পনা সভা দাকোপে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পুষ্টিসেবা অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা মন্ত্রাণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদীপ বালা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার। সভা পরিচালনা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক , সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী বৃন্দ।
আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা ৯টি ইউনিয়ন ও চালনা পৌসভায় ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হবে। ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানাগেছে।
Leave a Reply