দাকোপ প্রতিনিধি::দাকোপে উলাসী সৃজনী সংঘের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ‘র অর্থায়নে নারী ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে দাকোপ গ্রæফ লেভেলে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন অত্র দপ্তরগুলোর সহকারী কর্মকর্তা বৃন্দ। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উলাসী সৃজনী সংঘের উই প্রকল্পের রিজিওনাল কোডিনেটর মোঃ হারুনুর রশিদ, উপজেলা ফিল্ড কোডিনেটর ব্রজেন্দ্রনাথ শীল, ইউপি সদস্য বিশ^জিত রায়, দেবব্রত সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। নির্বাচনে সভাপতি পদে শামসুন্নাহার বেগম, সহ সভাপতি হিমাদ্রী মৃধা, শিবানী মন্ডল, সাধারণ সম্পাদক রত্মা সানা, যুগ্ম সম্পাদক অপর্না রায়, কোষাধ্যক্ষ অনুরাধা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শাহানাজ বেগম, দপ্তর সম্পাদক লিপিকা মন্ডল, সদস্য অসিমা মন্ডল, লতিকা মোড়ল, আলেয়া খাতুন নির্বাচিত হয়েছে।
Leave a Reply