দাকোপ প্রতিনিধি::দাকোপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস,উপজেলা তথ্যআপা সারমীন তাজরীন, মেরিন ফিসারিজ কর্মকর্তা বিপুল কুমার দাস প্রমুখ। উপস্থিত ছিলেন চালনা পৌর কাউন্সিলর আঃ গফুর সানা, নাছিমা বেগম, নবযাত্রা প্রকল্পের স্টিফেন হেমব্রমসহ সাংবাদিক বৃন্দ। সভায় সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ ’ এর আওতায় অর্থনৈতিক সাফল্যে রওশান আরা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে পূরবী বৈদ্য, সফল জননী রেনুকা রায়, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে সাফল্যে সাথী বৈদ্য, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে জয়ন্তী রানী সরদারসহ ৫ জনকে সম্মানন ক্রেস্ট, সনদ ও উপহার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
Leave a Reply