আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম!
আমরা যদি আমাদের দেশ গড়তে চাই, আমাদের অবশ্যই হৃদয় ও আত্মায় প্রকৃত মুসলমান হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাহ আমাদের দেশ প্রতিষ্ঠার সঠিক পথ দেখাবেন। প্রথমে ঈমান প্রতিষ্ঠা করতে হবে, নামাজ, রোজা ও জাকাতের নিয়ম পালন করতে হবে, এতিমদের ঠকানো থেকে বিরত থাকতে হবে এবং অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে।
হজরত মুহাম্মদ সা. শেষ খুতবায় তিনি বলেন, আপনি যে খাবার খান না কেন, অন্য ক্ষুধার্ত উম্মতকেও একইভাবে খাওয়ান, নিঃস্বদেরকে একইভাবে পোশাক পরান এবং কলহ এড়িয়ে চলতে বলেছেন।
অবশ্যই মুসলিম উম্মাহকে মহানবী (সা.)-এর নির্দেশ অনুসরণ করতে হবে।
আমাদের দেশের বিচার বিভাগ ইসলামী আইন অনুযায়ী পরিচালিত হবে। ব্যতিক্রম হবে না।
আসুন দেশ ও ভবিষ্যৎ নাগরিকের স্বার্থে ঐক্যবদ্ধ হই। আমরা আল্লাহর দরবারে একটি গ্রহণযোগ্য ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করি, তাহলে অবশ্যই দেশের উন্নয়নে আমরা কামিয়াব হব, ইনশাআল্লাহ !
আল্লাহ রাব্বুল ইজ্জাহ আমাদের আশা পূরণ করুন এবং আমাদের প্রতি রহম করুন!
জামাল উ আহমেদ শেখ।
একজন দেশপ্রেমিক এবং একজন সৎ বাংলাদেশী নাগরিক,আমিন
Leave a Reply