নিজস্ব প্রতিবেদক::আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী নির্বাচনকে ঘিরে কিছু কিছু চাপের ব্যাপার নিশ্চয় আছে বলে মন্তব্য করেছেন।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো চিঠির বিষয়ে কাদের বলেন, জাতিসংঘ বিশ্বের সকল দেশের। রাজনৈতিক অভিযোগের বিষয়টা তো জাতিসংঘের কাছেই যায়। কিছু কিছু চাপের ব্যাপার নিশ্চয় আছে, তা না হলে এত কিছু হল কেন।
তিনি বলেন, বাংলাদেশে গত কয়েক মাস কত রকমের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে জানিয়ে রাখল, আমরা ভালো নির্বাচন করব, কোন অসুবিধা নেই, অহেতুক কেউ যেন আমাদেরকে চাপ না দেয়।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা ষড়যন্ত্রের অংশীদার। সন্ত্রাস করতে বেশি লোক লাগে না। লোক না থাকলে রাস্তার টোকায় ভাড়া করে বাসে আগুন লাগাতো না। তাদের আবাসিক প্রতিনিধি গুপ্ত মিছিল করছেন।
কাদের বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করা হয়েছে। বর্তমানে দেশে মানবাধিকার কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে।
আওয়ামী লীগ মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জন্মালগ্ন থেকেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানী থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই অব্যাহত রেখেছেন।
আওয়ামী লীগ জনগণের সকল প্রকার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এবার যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের জন্য ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর বিধি নিষেধ আরোপ করেছে।
মানবাধিকারের সর্বজনীন ঘোষণা ৭৫তম বার্ষিকীর প্রাক্কালে গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। যে অপশক্তি নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে বা করার অপচেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুযায়ী এসব অপশক্তির বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা দেয়।
Leave a Reply