1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগরে চোরাচালানকালে বিভিন্ন ধরনের দ্রব্যসামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড বাগেরহাটে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন চট্রগ্রামের বাঁশখালী থেকে দেশীয় অস্ত্রসহ ১২ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে সভা জনগণ দ্রুত সংস্কার চাইলে চলতি বছরের শেষে নির্বাচন-প্রধান উপদেষ্টা নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে কাভার্ডভ্যান তল্লাশি করে ৮৬ লাখ টাকার ভারতীয় অবৈধ পন্য আটক জাঁকজমকপূর্ণ আতিথেয়তার মধ্য দিয়ে দৈনিক বাংলার খবর পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট ফেব্রুয়ারিতে

মানবাধিকার দিবসে ব্যতিক্রমী প্রদর্শনী

  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতিকী অভিনয়ের মাধ্যমে গুম, হত্যা ও প্রেট্রোল বোমায় আহতদের চিত্র তুলেধরে বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপ।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে এ প্রতিকী প্রদর্শনীতে অংশ নেন বাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপের সদস্যরা। এ প্রতিকী প্রদর্শনী চলে বেলা ২ টা পর্যন্ত। জাতীয় প্রোগ্রাম ও প্রদর্শনীতে অংশ নেন এ গ্রুপের সদস্যরা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন মাহবুব বলেন, ২০২০ সালের করোনা মহামারির সময়ে মূলত অনলাইন প্রদর্শনীর মাধ্যমে গ্রুপটির কার্যক্রম শুরু হয়।

বর্তমানে সারাদেশে আর্ট পারফরম্যান্স নিয়ে সংগঠনটির আওতায় ২০০ জনেরও বেশি সদস্য কাজ করছে।

এই পারফরম্যান্স গ্রুপে মূলত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আর্টস, নিত্যের সাথে সংযুক্ত ও আগ্রহী শিক্ষার্থীরা কাজ করছে বলেও জানান সংগঠনটির পরিচালক।

প্রদর্শনীতে অংশ নেওয়া ঢাকা বিশ্বিবদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী সুরাইয়া তাসনিম মৌ বলেন, এরকমের প্রথম পারফরম্যান্স ছিলো। শুরুতে ভাবছি কোন শাস্তি পাচ্ছি বলে মনে হয়েছে। ফ্লোর ঠাণ্ডা হওয়ায় প্রচণ্ড ঠাণ্ডা লাগছিলো। কষ্ট হলেও শেষ সময় পর্যন্ত স্থির থাকতে পারছি।

বাংলা কলেজের শিক্ষার্থী এসকে মিলন বলেন, যারা শিল্পী তারা তাদের কাজের মাধ্যমে মেসেজ দেয়। আমরাও সেটি চেষ্টা করছি। ব্যতিক্রম কিছু সবসময়ই মানুষ মনে রাখে। তাই কাজটি কঠিন হলেও চেষ্টা করছি নিজেদের তুলে ধরার।

ব্যতিক্রমী এ প্রদর্শনীতে অংশ নেওয়া ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (UODA) এর চারুকলা বিভাগের শিক্ষার্থী মুন্নি আক্তার বলেন, আমরা মূলত মানুষের জন্য কাজ করি। একটি প্রদর্শনীর মাধ্যমে ঘটনার চিত্র কেমন ছিলো সেটি তুলে ধরার চেষ্টা করি৷ যদিও এটি কঠিন কাজ। এবং দীর্ঘ সময় এক চিত্রে অভিনয় করা কষ্টের। তবে যখন মানুষ আমাদের প্রদর্শনীতে খুশি হয়। তখন সব কষ্ট ভুলে যায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি বলেন, জাতীর জীবনে যে কালো দিনগুলো আসে সেগুলোকে শিল্প সংস্কৃতি তথা প্রদর্শনীর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা চাই আর কখনো জাতীর জীবনে এমনে কালো দিন না আসুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews