বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটে ১৪ কেজি গাজাসহ ইমন হোসেন রাজু (২০) ও ফাতেমা বেগম (৫০) নামের মাদক কারবারিকে আটক করছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ফকিরহাট উপজেলার মহাসড়কের কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকার যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে এদের আটক করা হয়। আটক গাজার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা।
আটক, ইমন হোসেন রাজু বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের রুস্তুম আলী শেখের ছেলে ও ফাতেমা বেগম ধানসাগর গ্রামের কাওসার হাওলাদারের স্ত্রী। আটককৃতরা গাজা নিয়ে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) সুরেশ চন্দ্র হালদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে নারীসহ দুইজনকে আটক করা হয়। পরে তাতের ব্যাগ তল্লাশী চালিয়ে বিশেষ ভাবে রাখা ১৪ কেজি গাজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারি সাথে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতদের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply