অরুন দেবনাথ ডুমুরিয়া ,খুলনা প্রতিনিধি::স্বাধীনতা যুদ্ধে ‘ডুমুরিয়া মুক্ত দিবস’ উপলক্ষ্যে বুধবার সকালে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাক-হানাদাররা ১৩ ডিসেম্বর ডুমুরিয়া থানা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। অর্থাৎ ওই দিনই ‘ডুমুরিয়া মুক্ত’ হয়। সেই দিনটিকে স্বরণ করতে গতকাল বুধবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ, ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ডুমুরিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এলাকার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের অংশ গ্রহনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হওয়া র্যালিটি যুদ্ধকালী শ্লোগান দিতে দিতে ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলিত হয়। সেখানে এই দিনের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম মানিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্যদেন মুক্তিযোদ্ধা- গাজী নাজিম উদ্দিন, দিলীপ রায়, বিকাশ রায়, সুধাংশু শেখর ফৌজদার, সচীশ ফৌজদার, রবীন্দ্রনাথ বৈরাগী, বিভাষ চন্দ্র বৈরাগী, কুমুদ রঞ্জন মল্লিক, আবদুল খালেক মোড়ল, আবুল কালাম মহিউদ্দিন, মাহাবুর রহমান ও আলতাফ হোসেন।
Leave a Reply