দাকোপ প্রতিনিধি::দাকোপে উপজেলা ওয়াটশান কমিটির সাথে নিরাপদ সুপেয় পানির অভিগম্যতা ও পরিচ্ছন্নতনা সম্পর্কিত স্বাস্থ্য বিধি অনুশীলন উন্নত করণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা ২ প্রকল্পের সহযোগীতায় বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীমুর রহমান, উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, নবযাত্রা প্রকল্পের স্টিফেন হেমব্রম, নবলোক ইকবাল হোসাইন, এ্যাডরা বাংলাদেশ পল বাড়ৈ, রূপান্তরের কল্যাণী রানী প্রমুখ।